Followers
বর্তমানে ভ্রমণ, ভিসা আবেদন কিংবা বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে পাসপোর্ট তথ্য যাচাই অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। বিশেষত যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তাদের জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীরা সহজেই জানতে পারেন তাদের পাসপোর্ট বৈধ আছে কি না, মেয়াদ শেষ হয়েছে কিনা অথবা এতে কোনো তথ্যগত ত্রুটি রয়েছে কি না। অনলাইনে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট নাম্বার বসালেই তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়। এর ফলে ভুয়া তথ্য বা জালিয়াতি এড়ানো সম্ভব হয়। Visit : https://eservbd.com/passport-nambar-to-passport-check/
Upcarta community